চৌগাছা সংবাদদাতা
যশোরের চৌগাছায় রাষ্ট্রকাঠামো সংস্কারের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে গণজাগরণ সৃষ্টি করতে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি করেছেন জেলা বিএনপির সদস্য, চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী জহুরুল ইসলাম।
রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চৌগাছা ও ঝিকরগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়নে দিনব্যাপি গণসংযোগের সময় তিনি জনগণের হাতে বিএনপির ৩১ দফা রাষ্ট্রকাঠামো সংস্কার প্রস্তাবের লিফলেট তুলে দেন এবং প্রস্তাবগুলোর তাৎপর্য সম্পর্কে ব্যাখ্যা দেন।
এ সময় জহুরুল ইসলাম বলেন, “তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্রকাঠামো সংস্কার প্রস্তাব হচ্ছে একটি ন্যায্য, গণতান্ত্রিক ও জনগণের অধিকারভিত্তিক রাষ্ট্র গঠনের রূপরেখা। এই ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে আইনের শাসন, জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠিত হবে। আমরা ঘরে ঘরে গিয়ে জনগণকে এই দফাগুলোর গুরুত্ব বোঝাচ্ছি, যাতে তারা বুঝতে পারেন এই আন্দোলন শুধু বিএনপির নয়, বরং এটি মানুষের মুক্তি ও পরিবর্তনের আন্দোলন।
গণসংযোগের অংশ হিসেবে জহুরুল ইসলাম চৌগাছা সদর ইউনিয়নের দীঘলসিংহা, হাকিমপুর বাজার, পাতিবিলার মুক্তদাহ, পাশাপোলের বুড়িন্দিয়া এবং ঝিকরগাছার কায়েমকোলা এলাকায় স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন। এসব স্থানে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে পথসভা করে বিএনপির ৩১ দফা প্রচারাভিযানকে আরও তৃণমূলমুখী করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা বিএনপির সহ-সভাপতি ও পাতিবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান লাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বি.এম. আজিম উদ্দিন, হাকিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাজ্জাদ হোসেন, সিনিয়র সহ-সভাপতি দাউদ হোসেন, সাধারণ সম্পাদক আবু জার, পাতিবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার আলী আকবর, সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক কবির উদ্দিন বাবলু, পাশাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি ড. জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সদর ইউনিয়ন বিএনপি নেতা আব্দুর রহিম, দীঘলসিংহা ওয়ার্ড বিএনপির সভাপতি নূর হোসেন, ঝিকরগাছার শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান কবির, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম আশা, গঙ্গানন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোহেল খান, মাগুরা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজিমুদ্দিন, ইউনিয়ন বিএনপি নেতা মাসুদ রানা প্রমুখ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা যুবদল নেতা মাস্টার কামরুল ইসলাম, মাহফুজুর রহমান পলেন, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক বি.এম. বাবু, ছাত্রদল নেতা রোবায়েতসহ দুই উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, চৌগাছায় স্বাধীনতার ৫৪ বছরেও এমপি না হওয়ায় এবার আশা নিয়ে জহুরুল ইসলামের দিকে তাকিয়ে আছে চৌগাছাবাসী।

