বাংলার ভোর প্রতিবেদক
ছাত্র অধিকার পরিষদ যশোরের শার্শা উপজেলার আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। কমিটিতে আমানুল্লাহ আমানকে সভাপতি ও মোহাম্মদ আল হাসিবকে সাধারণ সম্পাদক করা হয়েছে। গত ১৬ জানুয়ারি যশোর জেলা শাখার সভাপতি নাসিম রেজা ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন দেয়া হয়। আগামী ৬ মাসের জন্য এই কমিটি অনুমোদন দেয়া হয়েছে। কমিটির অন্য নেতৃবৃন্দ হলেন, সহ-সভাপতি তাজমুল হাসান ও শান্ত খাঁন। যুগ্ম সাধারণ সম্পাদক তৌফিক হাসান ও জুবায়ের হোসেন। সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক রায়হান আহম্মেদ, দপ্তর সম্পাদক সাকিব হোসেন, তথ্য ও প্রচার সম্পাদক সুমন মিয়া, অর্থ সম্পাদক হাসিব হোসাইন, ক্রীড়া বিষয়ক সম্পাদক আবু তালহা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ফাহিম ফয়সাল, সমাজসেবা সম্পাদক শেখ নয়ন, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মেহেদী হাসান রনি। কার্যনির্বাহী সদস্যে ইসরাফিল হোসেন, আজিমুদ্দিন, নাইম, আশিকুল ইসলাম।