নড়াইল প্রতিনিধি
নড়াইলে নিজের জমি রক্ষায় ও জীবনের নিরাপত্তায় আদালতে মামলা করেছেন রসমালা বিশ্বাস নামে এক অসহায় নারী।
মামলার নথিতে উল্লেখ করেছেন, বাদীর দখলীয় জমি দখলের লক্ষ্যে বিবাদী নারায়ণ চন্দ্র বিশ^াস দীর্ঘদিন ধরে অপচেষ্টা করে চলেছেন। তারই অংশ হিসেবে ওই পক্ষ বাদী জমিতে গেলে তার উপর দেশীয় অস্ত্র লাঠি-সোটা নিয়ে হামলা করে। এবং হুমকি দেয় জমি দখল করে পাচিল দিয়ে দেবে।
প্রতিপক্ষের হুমকিতে ভীত হয়ে আইন শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে বাদী ন্যায়বিচারের জন্য আদালতে স্মরণাপন্ন হয়ে মামলা করেন।
এ বিষয়ে শুকান্ত মল্লিক বলেন, নারায়ণ চন্দ্র খারাপ প্রকৃতির লোক, তিনি বিভিন্ন সময় রসমালা বিশ্বাসকে হুমকি ধামকি দিচ্ছেন। তার জমিতে প্রাচির নির্মাণের জন্য চেষ্টা করছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করি।
ক্ষতিগ্রস্থ রসমালা বিশ্বাস বলেন, আমি অসহায় মানুষ। আমাকে দুর্বল মনে করে বিভিন্ন সময় অকথ্য ভাষায় গালিগালাজ করছে। আমার জমি জবর দখলের চেষ্টা করছে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচারের আশায় আদালতে মামলা করেছি।