প্রেস বিজ্ঞপ্তি
“অধিকার, সমতা, ক্ষমতায়ণ, নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে শনিবার সকাল দশটায় জয়তী সোসাইটি পরিচালিত আনন্দ মহিলা উন্নয়ন সংগঠন ঘোপ, যশোর এ আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষে সাইটসেভারসের সহযোগিতায় ও আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের আয়োজনে নারীদের চোখের ছানি অপারেশন ও বিনামূল্যে চশমা বিতরণ ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. আসলাম। বিশেষ অতিথি ছিলেন সাইটসেভারস জেলা সমন্বয়কারী আল মামুন, জয়তী সোসাইটির প্রোগ্রাম ম্যানেজার রোকনুজ্জামান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জয়তী সোসাইটির স্বাস্থ্য ব্যবস্থাপক শামিমা খাতুন, ইউনিট ম্যানেজার বর্ণালী সরকার, আনন্দ মহিলা উন্নয়ন সংগঠনের অফিস প্রধান মিতালী খাতুন সহ অত্র সংগঠনের সকল কর্মীবৃন্দ।
ক্যাম্পে রোগী দেখেন আদ্-দ্বীন চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডা. প্রশান্ত কুমার পোদ্দার, মেডিকেল এ্যাসিসট্যান্ট মনজুরুল ইসলাম, আকাশ মন্ডল ও রেজিস্ট্রার ইনচার্জ দেলোয়ার হোসেন। মোট ১০৯ জন রোগীর চক্ষু পরীক্ষা করে ৮ জনের ছানি ধরা পড়ে। আগামী ২২ মার্চ আদ্-দ্বীন চক্ষু হাসপাতালে এই ৮ জন ছানি রোগীর বিনামূল্যে ছানি অপারেশন করা হবে। এ সময় ৬৫ জন চক্ষু রোগীকে চশমা প্রদান করা হয়েছে এবং ৩৬ জনকে ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনন্দ মহিলা উন্নয়ন সংগঠনের সহ সভানেত্রী সাবানা বেগম।