বাংলার ভোর প্রতিবেদক
জয়তী সোসাইটির উদ্যোগে যশোরে ঠাণ্ডা পানি ও শরবত খাওয়ানো কর্মসূচি উদ্বোধন।
শনিবার বিকেল পাঁচটায় সংগঠনের সভাপতি কাজী লুৎফুন্নেসার সভাপতিত্বে যশোর পৌরপার্কে তীব্র তাপদাহে শরীর সুস্থ রাখতে ‘তৃষ্ণার্ত মানুষের জন্য একটু প্রশান্তি’ স্লোগানে জনসাধারণকে চার দিনব্যাপি ঠাণ্ডা পানি ও শরবত খাওয়ানো অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মঙ্গল শোভাযাত্রার উদ্ভাবক ও চারুপিঠ যশোরের প্রতিষ্ঠাতা মাহাবুব জামান শামীম, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদ, চারুপিঠের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, সাহিত্য পরিষদ যশোরের সভাপতি শাহিন ইকবাল।
এছাড়া আরো উপস্থিত ছিলেন জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস, প্রশাসনিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম, প্রোগ্রাম ম্যানেজার-০১ রোকনুজ্জামান, জয়তী সোসাইটির তরুণ দলের সদস্যবৃন্দ সহ জয়তী সোসাইটির সকল কর্মী ও কর্মকর্তাবৃন্দ।
এছাড়া জয়তী সোসাইটির প্রোগ্রাম ম্যানেজার-০২ হারুন অর রশিদের সভাপতিত্বে সংস্থার সাড়াপোল শাখার আয়োজনে শিরালী মদনপুরে ৩১ জন দুস্থ ৬০ ঊর্ধ্ব মাকে মাথাপিছু ১০ কেজি হারে চাল প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত বিআরডিবি কর্মকর্তা আবুল হোসেন নাজিম উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন নওশের আলী, ইব্রাহিম মোড়ল, জয়তী সোসাইটির ইউনিট ম্যানেজার ফিরোজা খাতুন, আসলাম আলীসহ ওই শাখার কর্মীবৃন্দ।