বাংলার ভোর প্রতিবেদক
তারুণ্যের উৎসবের অংশ হিসেবে মঙ্গলবার জয়তী সোসাইটি পরিচালিত আশ্রমপাড়ার শুভেচ্ছা প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অভিভাবককৃন্দ ও স্থানীয় নারীদের নিয়ে স্যানিটেশন ও হাইজিন বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় আলোচক ও প্রধান অতিথি ছিলেন যশোর পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা তাসলিমা আক্তার। তিনি তার বক্তব্যে শরীর সুস্থ রাখতে সবাইকে পরিস্কার পরিচ্ছন্ন থাকার পরামর্শ দেন এবং নিজের বাড়ি ও বাড়ির আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেন।

এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জয়তী সোসাইটির সাধারণ পরিষদ সদস্য হাছিনা বেগম রিতা, শুভেচ্ছা মহিলা উন্নয়ন সংগঠনের অফিস প্রধান রহিমা খাতুন, কমিউনিটি সংগঠক শিরিনা আক্তার, পিংকি খাতুন, শিক্ষিকা রিপা খাতুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শুভেচ্ছা মহিলা উন্নয়ন সংগঠনের সভানেত্রী লিলি বেগম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জয়তী সোসাইটির ইউনিট ম্যানেজার বর্ণালী সরকার।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version