নিজস্ব প্রতিবেদক
বিজয়ের ৫২ বছর উদযাপন উপলক্ষে ‘বিশ্ব মাঝে ছড়িয়ে দাও বিজয়ের জয়গান’ প্রতিপাদ্যে যশোরে বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের উদ্যোগে পরিবর্তিত সমূসূচি অনুযায়ি গতকাল বিকেলে এ শোভাযাত্রা হয়।
সাংস্কৃতিক উৎসবের অংশ হিসেবে শহরের ঐতিহাসিক টাউন ময়দান থেকে এ শোভাযাত্রা শুরু হয়। জাতীয় পতাকা হাতে দিয়ে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শতাধিক মোটরসাইলে চড়ে এই শোভাযাত্রায় অংশ নেন।
এ সময় ‘সবার মাথায় লাল সবুজের ব্যান্ড। হাতে লাল সবুজের পতাকা। কেউবা মোটরসাইকেলে আবার কেউ বা সুজজ্জিত প্রি-ক্যাপ উঠে এই শোভাযাত্রাতে অংশ নেয়। দেশাত্মবোধক গানের সঙ্গে এই শোভাযাত্রায় উপস্থিতিদের চোখে মুখে ছিলে অন্যরকম বিজয়ের হাসি। যদিও বিরূপ আবহাওয়া থাকাতে এদিন উপস্থিতির হার ছিলো কিছুটা কম।
শোভাযাত্রাতে অংশ নেয়া মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল বলেন, শেখ মুজিবুর রহমানের ডাকে দেশ শত্রুমুক্ত করার জন্য যুদ্ধে গিয়েছিলাম। দীর্ঘ ৯ মাস যুদ্ধ করার পরে যখন বিজয় এসেছিলো, তখনো দলবল-ধর্ম নির্বিশেষে বিজয় উদযাপন করেছিলাম। এখন স্বাধীন দেশে স্বল্প উন্নয়ন দেশ থেকে মধ্যম আয়ের দেশে বিজয়ী উৎসব করছি; অনেক ভালো লাগছে। বিজয়ের এই আনন্দ ছড়িয়ে যাক সবখানে। নারী পুরুষ থেকে ছোট্ট শিশুরাও বড়দের সঙ্গে এই শোভাযাত্রাতে অংশ নিতে দেখা গেছে। দিব্য শংকর নামে এক শিশু বলেন, আমার বাবার সঙ্গে এই শোযাযাত্রাতে এসেছি। মাথায় একটা লাল ব্যান্ডও পরেছি। শোভাযাত্রায় অংশ নেন যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক কল্যাণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যশোরের সভাপতি ও দৈনিক বাংলার ভোর-এর উপদেষ্টা সম্পাদক হারুণ অর রশীদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভপতি দিপংকর দাস রতন, সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদ হাসান বুলু, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ যশোরের সভাপতি শ্রাবনী সুর, জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক জয়িতা অর্চনা বিশ্বাসসহ সাংস্কৃতিক নেতৃবৃন্দ।
বিজয়ের ৫২ বছর উদযাপন পর্ষদের আহ্বায়ক হাবিবা সেফা বলেন, বিজয়ের বায়ান্ন বছর উদযাপনে সম্মিলিত সাংস্কৃতিক জোট মঙ্গলবার উপশহর এসএম সুলতান ফাইন আর্ট কলেজে আর্ট (চিত্রাঙ্কন) ক্যাম্পের মধ্য দিয়ে উৎসব শুরু করে। এরপর আজ ঐতিহাসিক টাউন হল ময়দান থেকে বিজয় শোভাযাত্রা হলো। আজ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত ঐতিহাসিক টাউন হল ময়দানের শতাব্দী বটমূলের রওশন আলী মঞ্চে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। উৎসবে যশোর শহর ও সকল উপজেলার সাংস্কৃতিক সংগঠনের শিল্পীবৃন্দ অংশ নেবেন।
শিরোনাম:
- উদ্যোক্তা ইবাদ আলীর সাফল্য
- শার্শায় নিখোঁজের ৪ দিন পর ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
- চুয়াডাঙ্গায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ৩
- বার্ধক্য হোক ভালোবাসার
- চারুপীঠকে আর্থিক অনুদান দিল জেসিএফ কর্মীরা
- কোটচাঁদপুর পরিবার পরিকল্পনা অফিসের উঠান বৈঠক
- জীবননগর জুয়েলার্স সমিতির শপথ অনুষ্ঠিত
- যশোরে খালেদা হত্যা মামলায় ‘দত্তক’ ছেলের নামে চার্জশিট