বাংলার ভোর প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর শহর শাখার উদ্যোগে শুক্রবার সকাল সাতটায় জেলা পরিষদ মিলনায়তনে ইউনিট দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
শহর জামায়াতের সেক্রেটারি ইমরান হোসাইনের ব্যবস্থাপনায় এবং শহর জামায়াতের আমীর অধ্যাপক শামসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল।
এ সময় প্রধান অতিথি বলেন, জামায়াতে ইসলামী সৎ নেতৃত্ব তৈরির কারখানা। কেননা জামায়াতের কর্মীরা শুধুমাত্র আল্লাহকে ভয় করে দায়িত্ব পালন করেন।
বিশেষ অতিথি ছিলেন, যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আহসান কবীর।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শহর জামায়াতের নায়েবে আমীর মাওলানা ইসমাইল হোসেন ও অ্যাড. আব্দুর রহমান সোহাগ, সহকারী সেক্রেটারি গাজী মুকিতুল হক, কেএম আশরাফুল ইসলাম এবং মুহাম্মদ নাজীম উদ্দিন, শহর জামায়াতের কর্মপরিষদ সদস্য আব্দুল আজিজ, হাফেজ মাঈনুল ইসলাম, বদরুজ্জামান, অধ্যাপক আশরাফ আলী, আসাদুজ্জামান এবং নাহিদ ইসলাম প্রমুখ। এ সময় দলের বিভিন্ন স্তরের সংশ্লিষ্ট নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শিরোনাম:
- বেনাপোল স্থলবন্দর : ছয়মাসে পণ্য আমদানি কমেছে ৮৪২৩ মেট্রিক টন
- চারুপীঠ আর্ট গ্যালারিতে ৪৫ শিল্পীর শিল্পকর্ম প্রদর্শনী
- অপরাধ দমনে খুলনা রেঞ্জের মধ্যে শ্রেষ্ঠ যশোর জেলা পুলিশ
- যশোর পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রদলের প্রাক্তন নেতাকর্মীর মিলনমেলা
- ‘মধুমেলায়’ জুয়া খেলার অপরাধে পাঁচ জনকে জরিমানা
- যশোর ব্লাড ব্যাংকের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- আহ্বায়ক অ্যাড. দেবাশীষ দাস ও সদস্য সচিব নির্মল কুমার বিট
- যশোরে সৌখিন খামারি উদ্যোক্তা সম্মেলন ও মিলন মেলা অনুষ্ঠিত