বাংলার ভোর প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর শহর শাখার উদ্যোগে শুক্রবার সকাল সাতটায় জেলা পরিষদ মিলনায়তনে ইউনিট দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
শহর জামায়াতের সেক্রেটারি ইমরান হোসাইনের ব্যবস্থাপনায় এবং শহর জামায়াতের আমীর অধ্যাপক শামসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল।
এ সময় প্রধান অতিথি বলেন, জামায়াতে ইসলামী সৎ নেতৃত্ব তৈরির কারখানা। কেননা জামায়াতের কর্মীরা শুধুমাত্র আল্লাহকে ভয় করে দায়িত্ব পালন করেন।
বিশেষ অতিথি ছিলেন, যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আহসান কবীর।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শহর জামায়াতের নায়েবে আমীর মাওলানা ইসমাইল হোসেন ও অ্যাড. আব্দুর রহমান সোহাগ, সহকারী সেক্রেটারি গাজী মুকিতুল হক, কেএম আশরাফুল ইসলাম এবং মুহাম্মদ নাজীম উদ্দিন, শহর জামায়াতের কর্মপরিষদ সদস্য আব্দুল আজিজ, হাফেজ মাঈনুল ইসলাম, বদরুজ্জামান, অধ্যাপক আশরাফ আলী, আসাদুজ্জামান এবং নাহিদ ইসলাম প্রমুখ। এ সময় দলের বিভিন্ন স্তরের সংশ্লিষ্ট নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শিরোনাম:
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম জন্মদিন
- জাতীয় সংগীত পরিবেশন ও মোমবাতি প্রজ্জ্বালন
- জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে যশোর জেলা প্রশাসনের নানা কর্মসূচি
- কেশবপুরে জামায়াতের পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- যশোরের সাবেক পৌর কাউন্সিলর বাবুল ছুরিকাহত
- যশোরে মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করছে সিটিআইপি সদস্যরা
- একটি চক্র পরিকল্পিতভাবে নির্বাচন নিয়ে চক্রান্ত করছে : নার্গিস বেগম
- সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলা ও মুরাদনগরে ধর্ষণের প্রতিবাদে যশোরে মানববন্ধন