বাংলার ভোর প্রতিবেদক
যশোরে সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রায় হাজারেরও বেশি রোগীদের ফ্রি চিকিৎসা ও ব্লাড গ্রুপিং সেবা প্রদান করেছে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান জারা উন্নয়ন সংস্থা। বেসরকারি জিডিএল হসপিটাল অ্যাণ্ড ডায়াগনস্টিক ল্যাবের সহযোগিতায় যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের সিরাজসিঙ্গা তরফদারপাড়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে দিনব্যাপি এ ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যশোর জেলা শাখার প্রধান সমন্বয়কারী মো. নুরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল নাদিম, সমন্বয়কারী রাশেদুল ইসলাম, উপজেলা সংগঠক আবু দাউদ সুমন প্রমুখ।
জারা উন্নয়ন সংস্থা আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সহায়তায় দেন, বাংলাদেশ বিমান বাহিনী যশোরের সিভিল মেডিকেল অফিসার ও গাইনী বিষয়ে অভিজ্ঞ ডা. মুসতাব শিরা মিম এবং মেডিসিন বিষয়ে অভিজ্ঞ ডা. শিমুল হোসেন।
চিকিৎসাসেবা নিতে আসা যশোর মণিরামপুর উপজেলার বিধবা আমেনা বেগম (৬২) জানান, করোনার টিকা দেয়ার পর থেকে শারীরিক দুর্বলতা, চুলকানি ও মাঝেমধ্যে জ্বরে ভুগছিলেন। কিন্তু অর্থের অভাবে তিনি চিকিৎসা নিতে পারেননি।
আমেনা বেগম জানান, তার তিন মেয়ের বিয়ে হয়ে গেছে। বর্তমানে তিনি ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করেন। মেডিকেল ক্যাম্পে ফ্রি চিকিৎসাসেবা নিতে পেরে তিনি কতৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া করেন।
রুকজান বিবি (৩৬) জানান, তলপেটে ব্যথা ও অনিয়মিত ঋতুস্রাব সমস্যায় ভুগছিলেন তিনি। শহরে যেয়ে চিকিৎসা করানোর সামর্থ তাদের নেই। তাই এখানে বিনামূল্যে চিকিৎসা নিতে এসেছেন।
জিডিএল হসপিটাল অ্যাণ্ড ডায়াগনস্টিক ল্যাব প্রধান ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যশোর জেলা শাখার প্রধান সমন্বয়কারী মো. নুরুজ্জামান বাংলার ভোর’কে বলেন, প্রত্যন্ত এই অঞ্চলে সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের দ্বোরগোড়ায় ফ্রি চিকিৎসাসেবা পৌঁছে দেয়ার উদ্দেশ্যে জারা উন্নয়ন সংস্থার আজকের এ আয়োজন। সমাজের হতদরিদ্র ও অবহেলিত মানুষদের জন্য আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। মানবসেবায় চিকিৎসাসহ আগামীতে আরো কিছু নতুন থিম নিয়ে কাজ করছি আমরা।
জিডিএল হসপিটালের ব্যবস্থাপক রেজওয়ান হোসাইন জানান, ১ হাজার ৪৬ জন রোগীকে আজ ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা দেয়া হয়েছে। এর মধ্যে স্ত্রীরোগ, মেডিসিন ও শিশুদের জ্বর সর্দি কাশি জনিত রোগীর সংখ্যা বেশি। এছাড়া ডায়াবেটিস, রক্তচাপ, শ্বাসকষ্ট, হাটু ব্যাথা, কোমর ব্যাথাসহ নানা রোগের চিকিৎসা দেয়া হয়েছে।
