মণিরামপুর সংবাদদাতা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ধানের শীষের পক্ষে শনিবার বিকেলে যশোরের মনিরামপুরে পাঁচাকড়ি বাজারে প্রচার মিছিল বের করা হয়। পরে নেহালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, প্রবাসী বিএনপির নেতা আলী হোসেন, পৌর বিএনপির সহভাপতি ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান, নাজমুল হক লিটন, রবিউল ইসলাম, আজিবর রহমান, হামিদুল ইসলাম, হরিচাঁদ মল্লিক, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুক্তার হোসেন, মিজানুর রহমান, ছাত্রদলের আহ্বায়ক ওলিয়ার রহমান প্রমুখ।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version