বাংলার ভোর প্রতিবেদক
যশোরের কোতোয়ালি মডেল থানাধীন কচুয়া ইউনিয়নের মথুরাপুর দক্ষিণপাড়ায় আমগাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে রওশনআরা বেগম (৫৪) নামে এক নারী আত্মহত্যা করেছেন। শনিবার ভোরে আনুমানিক সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত রওশন আরা বেগম কচুয়া গ্রামের মো. ইয়াচিন মোল্যার মেয়ে। তিনি স্বামীসহ বর্তমানে মথুরাপুর দক্ষিণপাড়ায় বসবাস করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাতে নিজ বাড়ির অদূরে একটি আমগাছে নাইলনের রশি দিয়ে গলায় ফাঁস দেন রওশন আরা বেগম। পরে স্থানীয়রা বিষয়টি দেখে পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

স্থানীয়দের বরাতে জানা যায়, রওশন আরা বেগম দীর্ঘদিন মানসিক সমস্যায় ভুগছিলেন। ‘জ্বীনের আছর’ আছে বলেও তার পরিবার মনে করত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক অস্থিরতার কারণেই তিনি আত্মহত্যা করেছেন।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version