বাংলার ভোর প্রতিবেদক
জালিয়াতি করে প্রতারণার উদ্দেশ্যে অন্যায়ভাবে জন্ম মৃত্যু নিবন্ধন তৈরির অপরাধে গ্রেফতারকৃত ২নং লেবুতলা ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা যশোর সদরের গহেরপুর গ্রামের শুভাশীষ বিশ^াস ও তার সহযোগী শহরের লেবুতলা (মোল্যাপাড়া) এলাকার রাহাত হোসেন নিশাদের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা হয়েছে। মামলাটি করেন, যশোর সদর উপজেলার যোগীপাড়া গ্রামের আব্দুল ওহাব। গ্রেফতারকৃতদের সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত কোন রুপ তথ্য প্রমান ছাড়াই লেবুতলা ইউনিয়নের স্থায়ী ঠিকানা ও স্থায়ী বাসিন্দা দেখিয়ে কক্সবাজার, চট্টগ্রাম, কিশোরগঞ্জ,চাঁদপুর,মানিকগঞ্জ ও ফরিদপুর জেলায় জন্মগ্রহনকারী ব্যক্তির কোন রুপ তথ্য প্রমান কাগজপত্র ছাড়াই লেবুতলা ইউনিয়নের স্থায়ী ঠিকানা ও স্থায়ী বাসিন্দা দেখিয়ে অনলাইনে অনুমোদন দেয়া হয়েছে বলে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা প্রমান পান। পরবর্তীতে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।