বাংলার ভোর প্রতিবেদক
জীবনতরী সাহিত্য সাংস্কৃতিক সংসদ যশোরের উদ্যোগে মাহে রমজানের গান, তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব যশোরের হলরুমে আয়োজিত আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন শহর জামায়াতের আমীর ও সংসদের প্রধান উপদেষ্টা অধ্যাপক শামছুজ্জামান।
জীবনতরী সাহিত্য সাংস্কৃতিক সংসদের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক আশরাফ আলীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপদেষ্টা গাজী মুকিতুল হক, যশোর সাংস্কৃতিক সংসদের পরিচালক অধ্যাপক তরিকুল ইসলাম, তরঙ্গ শিল্পী গোষ্ঠীর পরিচালক মোস্তাফিজুর রহমান, কবি সোহরাব হোসেন, কবি ও গীতিকার আবেদ হোসাইন, কবি মনির আল মুছান্না, মাওলানা তৌহিদুর রহমান প্রমুখ।
রোজার গান পরিবেশন করেন তরঙ্গ শিল্পীগোষ্ঠী ও জীবনতরী সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের শিল্পীরা। ইফতার পূর্বক দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট সমাজসেবক মাওলানা আব্দুল কুদ্দুস। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জীবনতরী সাংস্কৃতিক সংসদের সহকারী পরিচালক আজিজুল হক।