জীবননগর সংবাদদাতা
চুয়াডাঙ্গার জীবননগর শহরে ফ্ল্যাট বাসা থেকে কালু প্রধান (৫৫) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার জীবননগর পৌরসভার শাপলাকলি পাড়ার একটি ফ্ল্যাট বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

কালু প্রধান পার্শ্ববর্তী মহেশপুর উপজেলার পান্তাপড়া গ্রামের বাসিন্দা এবং জীবননগর বাজারের একজন ভুসিমাল ব্যবসায়ী। ৪ বছর ধরে শাপলাকলি পাড়ার একটি ভাড়া বাসায় একাকী থাকতেন তিনি।

কালু প্রধানের মেয়ে সালমা খাতুন জানিয়েছেন, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে মোবাইল ফোনে তার বাবার সাথে শেষ কথা হয়।

আরও পড়ুন .. ..

এখানকার শিক্ষার্থিরা দাখিল ও আলিম পরীক্ষা দিতে পারবে : মাদরাসা বোর্ড চেয়ারম্যান

তারপর শুক্রবার সারাদিন কোন যোগাযোগ না হওয়ার কারনে ওই দিন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তারা মামা মাসুদ রানাকে ফ্ল্যাট পাঠানো হয়। ফ্ল্যাট গিয়ে তাকে অনেক ডাকাডাকি করেও কোনা সাড়া শব্দ না পেয়ে বাসার মালিক মোসলেম উদ্দিনের সহযোগিতায় ঘরের দরজা ভাঙ্গা হয়।

দরজা ভেঙে ভেতরে ঢোকার পর শোয়ার খাটে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

পরিবারের সদস্যরা ধারনা করছে রুমে অবস্থান করার কোন এক সময় স্ট্রোক জনিত কারণে তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান শেখ জানান, খবর শোনা মাত্র জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মরদেহ উদ্ধার করে।

প্রাথমিকভাবে তিনি স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করেছেন বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে তার কন্যা সালমা বাদী জীবননগর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

Share.
Exit mobile version