বাংলার ভোর প্রতিবেদক
প্রফেসর মিঞা মো. নুরুল হক (বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড চেয়ারম্যান) বলেছেন যে, মাদরাসা শিক্ষাকে আধুনিক ও উন্নত করতে হবে।

যাতে মাদরাসা শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন ঘটে।

তানযীমুল উম্মাহ ক্যাডেট মাদরাসার মতো আধুনিক মডেল অনুসরণ করে শিক্ষাকে উন্নত করার উপর গুরুত্বারোপ করেন তিনি। নুরুল হক মাদরাসা শিক্ষার মানোন্নয়ন, আধুনিকায়ন এবং ষড়যন্ত্র মোকাবিলায় তানযীমুল উম্মাহর মতো উদ্যোগকে সমর্থন ও প্রসারের কথা জানিয়ে বলেন, তানযীমুল উম্মাহ মাদরাসা যশোরের নামে যশোর ক্যাম্পাসের শিক্ষার্থিরা দাখিল ও আলিম পরীক্ষা দিতে পারবে।

আরও পড়ুন .. ..

২৫ ডিসেম্বর দেশে আসছেন তারেক রহমান

শনিবার সকালে যশোর পিটিআই মিলনায়তনে তনযীমুল উম্মাহ ফাউণ্ডেশন পরিচালিত তনযীমুল উম্মাহ মাদরাসা যশোর শাখা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন তনযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুল্লাহ মোহাম্মাদ ইকবল।

বিশেষ অতিথি ছিলেন সিনিয়র ডিরেক্টর মোহাম্মাদ আসলাম মিয়া, ডিরেক্টর আ খ ম মাসুম বিল্লাহ ও এমএম রবিউল ইসলাম।

আরও বক্তব্য রাখেন ইসমাইল মোল্লা এবং মাওলানা আশরাফ আলীসহ যশোরের শাখা সমূহের প্রধানগণ।

এ সময় উপস্থিত ছিলেন শাখাপ্রধানগণ, শিক্ষকবৃন্দ, অভিভাবকমণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ।

Share.
Exit mobile version