জীবননগর সংবাদদাতা
কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করতে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় জীবননগরে ৩ দিন ব্যাপি কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টায় জীবননগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে র্যালি শেষ হয়ে। পরে ফিতা কেটে মেলার উদ্বোধন করা হয়।
এ সময় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আলমগীর বিশ্বাস।
চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন।
জীবননগর কৃষি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পাভেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের পরিচালক রবিউল ইসলাম, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বকুল হোসেন, কৃষি উদ্যোক্তা জাহিদুল ইসলাম।
কৃষি প্রযুক্তির প্রদর্শন মেলায় উপজেলার বিভিন্ন কৃষি উদ্যোক্তারা ১৪ টি স্টলে তাদের উৎপাদিত কৃষি প্রদর্শন করেন।
এছাড়াও অনুষ্ঠানে জীবননগর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও কৃষি উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
