জীবননগর সংবাদদাতা
সরকারি দায়িত্ব পালনরত অবস্থায় শেরপুর জেলার নকলা উপজেলার উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীর ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা কৃষি অফিসে এক ঘন্টার কলম বিরতি পালন করা হয়েছে।

মঙ্গলবার উপজেলা কৃষি অফিসের সামনে সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত এ কলমবিরতি পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পাভেল রানা, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রফিকুল ইসলাম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বকুল হোসেনসহ উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।

এ সময় কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, কৃষি ও কৃষকের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন মাঠপর্যায়ের কৃষি কর্মকর্তারা। তাদের ওপর এমন নৃশংস হামলা কেবল ব্যক্তিগত আক্রমণ নয়, বরং রাষ্ট্রের প্রশাসনিক কাঠামো ও সেবাদান ব্যবস্থার ওপর আঘাত। কৃষি কর্মকর্তা শাহারিয়ার মোরসালিন মেহেদীর উপর হামলাকারীকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে তারা আরও বলেন, কর্তব্যরত অবস্থায় অফিস কক্ষে একজন সরকারি কর্মকর্তার ওপর বর্বরোচিত হামলা কোনোভাবেই ক্ষমার যোগ্য নয়। এ ধরনের ঘটনা কর্মকর্তাদের মনোবলকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করে। এছাড়া উপস্থিত কৃষি কর্মকর্তা বৃন্দ আহত কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদীর দ্রুত আরোগ্য কামনা এবং তার নিরাপত্তা ও প্রশাসনিক সহায়তা নিশ্চিতের আহ্বান জানান।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version