জীবননগর সংবাদদাতা
চুয়াডাঙ্গার জীবননগরে সোনালী ব্যাংকের সাথে শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন বেতন, ভর্তি ফি, পরীক্ষার ফিসহ বিবিধ ফি, চার্জ আদায় কার্যক্রমের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।


বুধবার সকাল ১০ ঘটিকায় সোনালী ব্যাংক পিএলসি জীবননগর শাখার আয়োজনে শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে সেমিনার কক্ষে এই চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠান হয়।


বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাকি বিল্লাহর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংক পিএলসির চুয়াডাঙ্গা প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) হারুনুর রশিদ।


বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংক জীবননগর শাখা প্রধান আব্দুল হান্নান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইয়াদুল ইসলাম, সিনিয়র অফিসার আসাদুল ইসলাম, সিনিয়র শিক্ষক শফিউল্লাহ, সিনিয়র শিক্ষক নুর কুতুবুল আলম প্রমুখ।


স্বাগত বক্তব্যে জীবননগর শাখা প্রধান আব্দুল হান্নান বলেন, সোনালী ব্যাংকের বর্তমান স্লোগান বিশ্বস্ত ও স্মার্ট। এরই ধারাবাহিকতায় সোনালী ব্যাংক পিএলসি ডিজিটালাইজেশনে ব্যাপক অগ্রগতি লাভ করেছে। এসপিজি চুক্তির মাধ্যমে যেকোন ছাত্র-ছাত্রী, অভিভাবক ঘরে বসে যখন তখন যেকোন দিন যেকোন পদ্ধতিতে পেমেন্ট (নগদ, বিকাশ, সোনালী-ই-ওয়ালেট, রকেট, ভিসা কার্ডের মাধ্যমে নির্দিষ্ট স্টুডেন্ট আইডিতে যাবতীয় পাওনাদি পরিশোধ করতে পারবেন। এর ফলে ক্যাশ ম্যানেজমেন্ট সংক্রান্ত কাজগুলো স্কুল প্রশাসনকে আর করতে হবে না। ফলে তাদের শ্রম ও সময় সাশ্রয় হবে।


সোনালী ব্যাংক পিএলসির ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) হারুনুর রশিদ বলেন, আজ শুধু চুক্তিপত্র সম্পাদন। আশা করি ব্যাংকের পক্ষে সর্বোচ্চ ইচ্ছা শক্তি দিয়ে সর্বোচ্চ সেবা দেয়ার জন্য আমরা কাজ করবো।


সভায় সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক বাকি বিল্লাহ ব্যাংক কর্তৃপক্ষ ও উপস্থিত স্কুল শিক্ষক পরিষদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সহযোগিতা কামনা করেন।


চুক্তিপত্রে স্কুলের পক্ষে স্বাক্ষর করেন বাকী বিল্লাহ এবং সোনালী ব্যাংক পিএলসির পক্ষে হারুনুর রশিদ।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version