বাংলার ভোর প্রতিবেদক
জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে যশোরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে মঙ্গলবার প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়। পরে দড়াটানা মোড় থেকে জেল গেট হয়ে আরএন রোড হয়ে মাইকপট্টি হয়ে মণিহার এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার আহ্বায়ক রাশেদ খান এবং জাতীয় নাগরিক কমিটির যশোর জেলা প্রতিনিধি আমান উল্লাহ, নাগরিক কমিটির নেতা নুরুজ্জামান , ফরহাদ হোসেন প্রমুখ।

Share.
Exit mobile version