বাংলার ভোর প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা শাখার উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার যশোর জেলা জামায়াতের অফিস কনফারেন্স রুমে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল। তিনি বলেন, জুলাই বিপ্লবের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তারা এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আত্মত্যাগ করেছেন।
তাদের এই রক্তের ঋণ জাতি কখনো ভুলবে না। আমরা বৈষম্যহীন ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাব।এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার ছিল এদেশের ছাত্র জনতা। সেজন্যই তাদের রক্ত বৃথা যেতে না পারে সেইজন্যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই একসাথে কাজ করে যেতে হবে ।
বক্তব্য রাখেন যশোর জেলা নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আবু জাফর সিদ্দিকী, সহকারী সেক্রেটারি বেলাল হুসাইন, অধ্যাপক গোলাম কুদ্দুস, অধ্যাপক মনিরুল ইসলাম, প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস, অফিস সেক্রেটারি নুর-ই-আলা নুর মামুন, জেলা শিক্ষা সম্পাদক অধ্যাপক আবুল হাশিম রেজা, যশোর শহর শাখার আমীর অধ্যাপক শামসুজ্জামান, পেশাজীবী থানার সভাপতি খন্দকার রশিদুজ্জামান রতন ও ইসলামী ছাত্রশিবিরের পশ্চিম জেলা সভাপতি আব্দুল্লাহ আল মামুন।
পরিশেষে, শহীদদের রুহের মাগফেরাত কামনা করে এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।