মাগুরা সংবাদদাতা
জুলাই মাসের গণহত্যার দায়ীদের দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকর করাই সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। তিনি বলেন, “এটা আমাদের শপথ, আমাদের অঙ্গীকার। ২৪ জুলাইয়ের গণআন্দোলনে অসংখ্য শিক্ষার্থী ও জনতাকে হত্যা করেছিল ফ্যাসিস্ট সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেই নৃশংস গণহত্যার প্রমাণও উঠে এসেছে। এখন আমাদের লক্ষ্য—হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিত করা।”
তিনি আরও বলেন, “২৪-এর গণহত্যায় শহীদদের মায়েরা আজও বিচারের জন্য কাঁদছে, তাদের সঙ্গে কাঁদছে বাংলাদেশ। বিচার দ্রুত কার্যকর হলেই সেই প্রত্যাশা পূরণ হবে। আমরা চাই আগামী নির্বাচিত সরকার এ রায় দ্রুত বাস্তবায়ন করবে।”
শুক্রবার সকাল ১১টায় মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নির্বাচন প্রসঙ্গে প্রেস সচিব বলেন, “জাতীয় পার্টি স্বৈরাচারের দোসর। নির্বাচন করতে চাইলে সেটা তাদের বিষয়। সরকার একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর। ১৫ ফেব্রুয়ারির মধ্যেই সব দলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন ইতিমধ্যে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা সম্পন্ন করেছে।”
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, মাগুরা পৌরসভার প্রশাসক ইমতিয়াজ হোসেন, জেলা ক্রীড়া অফিসার বিএম সাজিন ইসরাত ও ক্রীড়া সংগঠক বারিক ননজাম বারকি উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের বাস্তবায়নে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে জেলার চার উপজেলার নয়টি কলেজ ফুটবল দল অংশ নিয়েছে। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় মাগুরা সরকারি সোহরাওয়ার্দী কলেজ ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ।
আগামী ১২ ডিসেম্বর টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত হবে।
