সাতক্ষীরা সংবাদদাতা
সিএন্ডএফ এসোসিয়েশনের নামে জিরো পয়েন্টে চাঁদাবাজিসহ নানাবিধ ইস্যু নিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে পৃথক আলোচনা ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক এ্যাসোসিয়েশন।
গতকাল দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির ও বিকালে পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীর সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময়ের সাথে আলোচনা করেন সংগঠনটির সদস্যরা। এ সময় আমদানি ও রপ্তানিকারক এ্যাসোসিয়েশনের সভাপতি রামকৃষ্ণ চক্রবর্তী, সিনিয়র সহসভাপতি আসাদুর রহমান ও
সাধারন সম্পাদক অহিদুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।
আলোচনায়, ভোমরা বন্দরের নানাবিধ অনিয়ম ও দুর্নীতির চিত্র উঠে আসে। এছাড়া সিএ্যান্ডএফ এ্যাসোসিয়েশনের নামে চাঁদাবাজির বিষয়টিও তুলে ধরে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন আমদানি ও রপ্তানিকারক এ্যাসোসিয়েশনের সদস্যরা। এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার উভয়েই ভোমরা বন্দরে এসব অনিয়ম, দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধে যথাযথ পদক্ষেপ নেয়ার আশ্বাস প্রদান করেন।
এ সময় সেখানো আরও উপস্থিত ছিলেন, সংগঠনটির সহসভাপতি আবুল হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক মিজানুর রহমান, সহকারী সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, বাণিজ্য বিষয়ক সম্পাদক কিনু বিশ্বাস, অর্থ সম্পাদক আছাদুল ইসলাম, কাস্টমস বিষয়ক সম্পাদক জাকির হোসেন মন্টু, প্রচার সম্পাদক আনারুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান নাসিম, মিজানুর রহমান ও আক্তার হোসেন প্রমুখ।