বাংলার ভোর প্রতিবেদক
জেলা বিএনপির সম্মেলন শেষে ঈদগাহ ময়দানের ময়লা আবর্জনা পরিস্কার করেছে যশোর জেলা, সদর উপজেলা ও নগর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। নিজেরাই মাঠ পরিস্কার করে দৃষ্টান্ত স্থাপন করেছে তারা। রোববার বিকেলে ঝাড়ু ও বেলচা নিয়ে মাঠ, মাঠের পাশের রাস্তা, ফুটপাতে পড়ে থাকা আবর্জনা পরিস্কার করেন নেতাকর্মীরা। যশোর জেলা, সদর উপজেলা ও নগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই পরিচ্ছন্নতা কাজ করেন।
নেতৃবৃন্দ বলেন, স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে অবশ্য এটাই প্রথম পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান নয়। এ পরিস্কার পরিচ্ছন্ন কাজে কর্মীরা অংশ নেন। কাপ, বোতল, প্লাস্টিক ও কাগজের ঠোঙা নিজেরাই পরিস্কার করে ফেলেন।
এ সময় স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোস্তফা আমীর ফয়সাল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, সিনিয়র যুগ্ম আহবায়ক আলী হায়দার রানাসহ সদর উপজেলা ও নগর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সিনিয়ার যুগ্ম-আহবায়ক আলী হায়দার রানা বলেন, কাজ দিয়ে মানুষের মন জয় করতে হয়। স্বেচ্ছাসেবক দলের ভায়রা তাই করছে। এটাই স্বেচ্ছাসেবক দলের ঐতিহ্য।
সদস্য সচিব রাজিদুর রহমান সাগর জানান, ‘আমরা একটি পরিস্কার-পরিচ্ছন্ন যশোর চাই। এ জন্য দলের সদস্যরা মিলে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্যোগ নিই। তিনি সবাইকে নিজ নিজ এলাকা পরিস্কার-পরিচ্ছন্ন রাখাার অনুরোধ জানান।
যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোস্তফা আমীর ফয়সাল বলেন, আসলে আমরা সবাই যদি সচেতন হই, তাহলে কোথাও কোনো ময়লা-আবর্জনা পড়ে থাকার কথা নয়। নাগরিক হিসেবে আমাদেরও দায়িত্ব আছে নিজের নগর পরিস্কার রাখার। যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলার বদভ্যাস আমাদের পরিত্যাগ করতে হবে। আমরা সবাই যদি এভাবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে শহরের রাস্তাঘাট পরিষ্কারের উদ্যোগ নিই, তাহলে যশোর নগর আর অপরিচ্ছন্ন থাকবে না।
দীর্ঘ ১৬ বছর পর বিপুল উৎসাহ উদ্দীপনায় যশোর জেলা বিএনপির বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। শনিবার বিপুল উৎসাহ উদ্দীপনায় ভোট দিয়েছেন যশোর জেলা বিএনপি কাউন্সিলাররা। নির্বাচন ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ছিল ব্যাপক উদ্দীপনা। যশোর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত সম্মেলনের প্রথম অধিবেশেনে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন শেষে রাতে সাড়ে আট ফলাফল ঘোষনা করে বিএনপি চেরায়পার্সনের উপদেষ্টা আমন উল্লাহ আমান।
শিরোনাম:
- ডিসি অফিস ঘেরাও’র নামে শহরে দুর্ভোগ সৃষ্টি অবৈধ ইটভাটা মালিকদের
- ‘মানুষের পাশে আমরা’র উদ্যোগে ৫০০ রোজাদারের মাঝে ইফতার বিতরণ
- নারীর প্রতি বিদ্বেষ, ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে যশোরে মিছিল ও সমাবেশ
- বিএনপির প্রতি জনগণের অবিচল আস্থা রয়েছে : অমিত
- দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে : তৃপ্তি
- লক্ষণপুরে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল
- যশোরে সাড়ে তিন লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর টার্গেট
- যশোরে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত