নিজস্ব প্রতিবেদক
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপলক্ষে যশোর-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. তৌহিদুজ্জামান তুহিন শুক্রবার ঝিকরগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়নে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন। এদিন বিকেলে মাগুরা ইউনিয়নের জয়রামপুর মোড়, কায়েমকোলা বাজার, মোহাম্মদপুর মোড়, অমৃতবাজার মাগুরা বাজার, মিশ্রিদেয়ারা বাজারে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করে নৌকা মার্কার পক্ষে কাজ করার আহবান জানান তিনি। এর আগে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মাগুরা ইউনিয়নের ঘোড়দাহ গ্রামে হযরত শাহ জল্লি জালালীয়া আল সিসতীয়া পীরের কবর জিয়ারত করেন।
এ সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, সহসভাপতি চৌধুরী রমজান শরীফ বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, সাবেক ক্রীড়া সম্পাদক শেখ নাসিমুল হাবীব শিপার, জেলা যুবলীগের সহ সভাপতি আজহার আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদ সদস্য রফিকুল ইসলাম বাপ্পী, ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা সেলিম রেজা, মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মাগুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, ঝিকরগাছা পৌর যুবলীগের আহবায়ক ও পৌর কাউন্সিলর একরামুল হক খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক আবুল কালাম আজাদ, কৃষকলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
শিরোনাম:
- নুরুজ্জামানকে প্রধান সমন্বয়কারী করে এনসিপির যশোর জেলা সমন্বয় কমিটি অনুমোদন
- যশোর জেনারেল হাসপাতালে ওষুধ চুরিকালে ধরা
- যশোরে ৮টি পিস স্বর্ণের বারসহ আটক ১
- গণঅধিকার পরিষদ জনগণের অধিকার আদায়ের জন্য গঠিত : আশিক ইকবাল
- যশোরে ধুমধামে হরিজনদের সূর্যপূজা উদযাপিত
- সেই মহাসিনের বিষয়ে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নিতে নির্দেশ দুদকের
- সোমবার যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী
- ঢাকায় ডাক পেয়েছেন যশোরের বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা
