ঝিকরগাছা প্রতিনিধি
যশোরের ঝিকরগাছা উপজেলার পৌর সদরে বিভিন্ন মোড়ে তৃষ্ণার্থ পথচারীদের মাঝে শরবত, স্যালাইন পানি এবং সাদা পানি বিতরণ করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য ডা. তৌহিদুজ্জামান তুহিনের আয়োজনে বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। ঝিকরগাছায় সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২.৩ ডিগ্রী সেলসিয়াস।
এদিন দুপুর থেকে বিকেল পর্যন্ত পৌর সদরের থানার মোড়, চুড়িপটি মোড়, উপজেলার মোড়, হাসপাতাল মোড়, কেন্দ্রীয় জামে মসজিদ মোড়, ভ্যান স্ট্যান্ড, টেম্পু স্টান্ড, বাস স্ট্যান্ড সহ শহরের বিভিন্ন মোড়ে মানুষের মাঝে শরবত, খাবার স্যালাইনের পানি এবং সাদা পানি বিতরণ করেছে। এ সময় পথচারীদের মধ্যে ভ্যান রিক্সা চালক, শ্রমজীবী, কর্মজীবীসহ দূর দূরান্তে যাতায়াতকারী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাস্তায় দাঁড়িয়ে তাদের তৃষ্ণা নিবারণ করেন। পথচারীর বাবলু বলেন, এ ধরনের উদ্যোগ সকলেরই নেয়া উচিত।
পথচারীদের মাঝে সংসদ সদস্যের ছোট ভাই অহিদুজ্জামান, ঝিকরগাছা মানবাধিকার সাধারণ সম্পাদক সাজ্জাদ নূর বিন্তু, মো. হোসাইন প্রমুখ শরবত বিতরণে অংশগ্রহণ করেন। সাধারণ পথচারীরা এ আয়োজনে খুশি হয়েছেন।