ঝিকরগাছা সংবাদদাতা
সারা দেশের ন্যায় ঝিকরগাছায় প্রচণ্ড তাপদাহে মানুষের হাঁসফাঁস অবস্থা সৃষ্টি হয়েছে। প্রচণ্ড গরমে বেলা বাড়ার সাথে রাস্তা লোকজন শূন্য হয়ে পড়েছে। ডায়রিয়া রোগের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রশিদ জানান, প্রচণ্ড গরমে ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়েছে।
একান্ত প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বের হচ্ছেন না।
ঝিকরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, মাঠে যেহেতু পাকা ধান নাই। সে কারণে কৃষকদের কোন অসুবিধা হচ্ছে না।
ভ্যানচালক এলাহি বক্স জানান, প্রচণ্ড গরমে যাত্রী যেমন পাওয়া যাচ্ছে না তেমনি ভ্যান চালাতে আমাদেরও খুবই কষ্ট হচ্ছে।