ঝিকরগাছা সংবাদদাতা
“প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায় আস্থা—আজ সমাজসেবায়”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় জাতীয় সমাজসেবা দিবস উদযাপন করা হয়েছে।
ঝিকরগাছা উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা রনী খাতুন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌহিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি ও বক্তা ছিলেন উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপজেলা এনজিও সমন্বয়কারী আবুল কালাম আজাদ, এনজিও জেডিও’র নির্বাহী পরিচালক মনিরুজ্জামান মনির, ডিআরও’র নির্বাহী পরিচালক মনিরা বেগম, স্বজনচক্রের নির্বাহী পরিচালক শুভাস ভক্ত বাবুল, পেন ফাউণ্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মো. শাফিউজ্জামানসহ বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

