ঝিকরগাছা সংবাদদাতা

যশোরের ঝিকরগাছায় জেলে মিন্টু কুমার বিশ্বাসের ২টি নৌকা ও জালে রাতের আঁধারে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছে শত্রুরা। জীবিকার একমাত্র অবলম্বন নৌকা আর জাল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে মিন্টু। তিনি পানিসারা ইউনিয়নের বেজিয়াতলা গ্রামের বাসিন্দা।

ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার (১৩ মে) গভীর রাতে ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের নোয়ালী গ্রামের কপোতাক্ষ নদের পাড়ে।

এই ঘটনায় ৬ জনের নাম উল্লেখ করে ঝিকরগাছা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।

অভিযুক্তরা হলেন, মণিরামপুর উপজেলার খাটুরা গ্রামের কাসেম আলী (৫০) ও মিজানুর (৩০), ে মো. সাইফুল (৩০), আ. সামাদ (৪০), সুমেল (৩০) এবং সাহেব আলি (৪০)।

লিখিত অভিযোগে মিন্টু উল্লেখ করেন, গত ১২ মে তারা ৭জন জেলে ২টি নৌকা নিয়ে কপোতাক্ষ নদে মাছ ধরতে যান। এ সময় মাছ ধরা নিয়ে অভিযুক্তদের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে তারা তাকে হুমকি ধামকি দেয়। এরপর প্রতিদিনের ন্যায় তিনি নৌকা ও জাল নোয়ালী ঘাঁটে রেখে বাড়িতে আসেন। পরেরদিন সকালে ঘাঁটে গিয়ে দেখতে পান তার ২টি নৌকা এবং জাল আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। এতে তার ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

স্থানীয়রা জানান, ক্ষতিগ্রস্থ মিন্টু বিশ্বাস এতটায় দরিদ্র যে তার ভাঙ্গাচুরা মাটির ঘরে প্রতিবন্ধী এক ছেলে ও স্ত্রীকে নিয়ে কোন রকম বসবাস করেন। আয়ের একমাত্র অবলম্বন ছিলো মাছ ধরার নৌকা ও জাল।

ভুক্তভোগী মিন্টু দোষীদের উপযুক্ত বিচার এবং সরকারের কাছে আর্থিক সহযোগিতা কামনা করেছেন।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান বলেন, অভিযোগ পেয়ে আমরা তদন্ত কার্যক্রম শুরু করেছি। দ্রুত এই ঘটনায় দায়ীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

Share.
Exit mobile version