বাংলার ভোর প্রতিবেদক
যশোর জেলা তথ্য অফিসের উদ্যোগে শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম প্রকল্প ও ইউনিসেফের সহযোগিতায় বুধবার বিকেলে ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের ছোট পানিসারা গ্রামের কোল্ডস্টোরেজ প্রাঙ্গণে ও নাভারণ ইউনিয়নের হাড়িয়া গ্রামের পারুল নাজনীনের বাড়িতে একটি কমিউনিটি সভা ও একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
কমিউনিটি সভা ও উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম, আরো উপস্থিত ছিলেন সহকারী তথ্য অফিসার এলিন সাঈদ-উর রহমান, এডাব যশোরের সহসভাপতি শাহজাহান নান্নু, যশোর ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতির মহিলা বিষয়ক সস্মাদক নাসরিন নাহার আশা, নারী উদ্যোক্তা পারুল নাজনীন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বাল্যবিয়ে রোধ, শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে নানা দিক নির্দেশনা প্রদানসহ গর্ভবতী মা ও শিশুর স্বাস্থ্য প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেন। প্রতিটি অনুষ্ঠানে ৬০ জন করে নারী, শিশু ও কিশোর কিশোরী উপস্থিত ছিলেন।