বাংলার ভোর প্রতিবেদক

যশোরের ঝিকরগাছায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই নারীকে মারপিটের অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর রেললাইন পাড়ার আব্দুল মালেকের ছেলে মাসুম বিল্লাহ।

তিনি জানান, ২৯ এপ্রিল বিকেল ৪টার দিকে ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর রেললাইন পাড়ায় প্রতিবেশীদের হাঁস তাদের বাড়ির আঙিনায় ঢুকে ক্ষতি করছিল।

হাঁস সরিয়ে নিতে বললে প্রতিবেশি বাজু হোসেন, শিল্পী বেগম, রাবেয়া বেগম, আকলিমা খাতুন ও মাহাবুব হোসেন একযোগে তার মা সাথী বেগম ও ছয় মাসের অন্তঃসত্ত্বা বোনের ওপর হামলা চালান। অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করে। প্রতিবাদ করলে তারা লাঠিসোটা ও কোদাল নিয়ে হামলা চালায়।

এতে তার মা ও বোন আহত হন।

Share.
Exit mobile version