ঝিকরগাছা সংবাদদাতা
যশোরের ঝিকরগাছায় নিখোঁজ হওয়ার একদিন পর ভ্যান চালক পারভেজ হোসেন (৩০)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে রহস্যজনকভাবে নিখোঁজ হন পারভেজ হোসেন। শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে খবর পেয়ে উপজেলার মাগুরা ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামের একটি কলাক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে ঝিকরগাছা থানা পুলিশ।
নিহত পারভেজ পৌরসদরের কীর্তিপুর হাওয়ারমোড় এলাকার জন্মান্ধ হায়াতুল ইসলামের ছেলে।
স্থানীয় বাসিন্দা তুহিন আহম্মেদ জানান, গত বৃহস্পতিবার দুপুর প্রায় ৩টার দিকে পারভেজ তার ভাড়াকৃত অটোরিকশা ভ্যান নিয়ে বাসা থেকে বের হন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। নিখোঁজ হওয়ার পর স্থানীয়রা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ছবি দিয়ে নিখোঁজ সংবাদ প্রচার করেন।
স্থানীয়দের ধারণা, তার সঙ্গে থাকা ভ্যানটি ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।
এ বিষয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজালাল আলম জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।
