ঝিকরগাছা সংবাদদাতা
আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে রোববার বিকেলে ঝিকরগাছা বাজারে আনারস মার্কার প্রার্থী মনিরুল ইসলামকে বিজয়ের লক্ষ্যে প্রচার মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মোড়ে বঙ্গবন্ধু ম্যুরালের পাদদেশে মিছিল পূর্ববর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন নেতৃবৃন্দ। সমাবেশ থেকে আনারস, চশমা ও কলস প্রতিকের পক্ষে প্যানেল ঘোষণা করা হয়। প্রার্থীরা হলেন, আনারস প্রতিকের চেয়ারম্যান প্রার্থী মো. মনিরুল ইসলাম, চশমা প্রতিকের ভাইস চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক সৈয়দ ইমরানূর রশীদ, কলস প্রতিকের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জেসমিন সুলতানা।
বক্তারা বলেন, ঝিকরগাছায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে আগামী ২১ তারিখে উপজেলা পরিষদ নির্বাচনে আনারস, কলস ও চশমা প্রতিককে বিজয়ী করতে হবে।
সমাবেশে বক্তব্য রাখেন আনারস প্রতিকের চেয়ারম্যান পদপ্রার্থী মনিরুল ইসলাম, চশমা প্রতিকের ভাইস
চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক সৈয়দ ইমরানূর রশীদ, কলস প্রতিকের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জেসমিন সুলতানা।
উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামালের সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি চৌধুরী রমজান শরীফ বাদশা, সাবেক আইন সম্পাদক এড. আব্দুল কাদের আজাদ, সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক শেখ নাসিমুল হাবীব শিপার, উপজেলা যুবলীগের আহবায়ক সেলিমুল হক সালাম, জেলা পরিষদ সদস্য রফিকুল ইসলাম বাপ্পী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবুল কালাম আজাদ, সদস্য ওমর শরীফ সাকি, উপজেলা ছাত্রলীগের সভাপতি এহসানুল হাবীব শিপলু, সাধারণ সম্পাদক কামাল হোসেন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌফিক আলম কৌশিক, ছাত্রলীগ নেতা হান্নান হোসেন। সমাবেশ শেষে একটি প্রচার মিছিল উপজেলা মোড় থেকে শুরু হয়। মিছিলটি যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা বাজার হয়ে থানার মোড়ে শেষ হয়।