ঝিকরগাছা সংবাদদাতা
মঙ্গলবার সকালে যশোরের ঝিকরগাছায় পুলিশের সাথে গ্যারেজ মিস্ত্রির ধস্তাধস্তিতে এক রাউন্ড গুলিবর্ষণ হয়েছে । পুলিশ কনস্টেবল রিকন হোসেনকে (কংনং ১৫৩৩) পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে ।ওই পুলিশের পিটুনিতে আহত গ্যারেজ মিস্ত্রি শিওড়দা গ্রামের মতিউর রহমানের ছেলে রিপন (২২) যশোর সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।
সারেজমিন মঙ্গলবার সকাল ১১ টায় ঘটনাস্থলে গেলে প্রত্যক্ষদর্শী শিওড়দা গ্রামের নুর আলী সরদারের ছেলে এস এম সরদার জানান – মঙ্গলবার সকাল অনুমান নয়টা সাড়ে নয়টার দিকে শিওড়দা পুলিশ ক্যাম্পের কনস্টেবল রিকন হোসেন (কং নং ১৫৩৩) শিওড়দা বাজারের মোটরসাইকেল গ্যারেজ মিস্ত্রি রিপন হোসেনের কাছে মোটরসাইকেল মেরামতের জন্য যান। গ্যারেজ মিস্ত্রি রিপন পুলিশকে জানান, মোটরসাইকেলের একটি যন্ত্রাংশ ঝিকরগাছা ছাড়া পাওয়া যাবে না এবং আমি মেরামত করতে পারব না।
এ কথা শুনে পুলিশ কনস্টেবল রিকন হোসেন শিওড়দা পুলিশ ক্যাম্পে ফিরে যান। সেখান থেকে পুলিশের পোশাক পরে হাতে চাইনিজ রাইফেল এবং লাঠি নিয়ে গ্যারেজ মিস্ত্রি রিপন হোসেনকে বেদম প্রহার করতে থাকেন। এক পর্যায়ে ওই পুলিশ গুলি করতে উদ্যত হন। এ সময় অপর প্রত্যক্ষদর্শী শিওড়দা গ্রামের আনারুল ইসলামের ছেলে তুষার (২৫) পুলিশ কনস্টেবল রিকন হোসেনকে (কং নং ১৫৩৩)গুলি না করার জন্য জাপটে ধরেন। তখন রাইফেল থেকে এক রাউন্ড গুলি বের হয়ে যায়। এ সময় এলাকাবাসী এগিয়ে আসলে পুলিশ কনস্টেবল শিওড়দা পুলিশ ক্যাম্পে ফিরে যান। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের এএসপি (সার্কেল) নিশাত আল নাহিয়ান, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বিএম কামাল হোসেন ভূঁইয়াসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছান। ক্যাম্পে থাকা পুলিশ কনস্টেবল রিকন হোসেন আগত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের গুলি করার হুমকি দেন। এ সময় নিশাত আল নাহিয়ান কনস্টেবলকে বুঝিয়ে সুুঝিয়ে রাইফেলটি নিয়ে নেন। এরপর পুলিশ কনস্টেবল রিকন হোসেনকে (কং নং ১৫৩৩) পুলিশ লাইনে ক্লোজ করা হয়।
গ্রামবাসীদেরকে আশ্বস্ত করা হয় পুলিশ কনস্টেবলকে উপযুক্ত বিচার করা হবে।
আহত গ্যারেজ মিস্ত্রি রিপন হোসেনের পিতা মতিয়ার রহমান জানান – তার ছেলেকে ওই পুলিশ পিটিয়ে হাত পা এবং কানে রক্তাক্ত জখম করেছেন। বর্তমানে আমার ছেলে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নির্বাসখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব খায়রুল ইসলাম জানান, এ ঘটনা শুনে ঘটনাস্থল শিওড়দা বাজারে এসে পুলিশ কর্মকর্তাদের সাথে ফলপ্রসু আলোচনা করি।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া জানান, গ্যারেজ মিস্ত্রির সাথে পুলিশ কনস্টেবলে রিকন হোসেনের (কং নং১৫৩৩) সাথে কথা কাটাকাটি হয়েছে। পুলিশ কনস্টেবল রিকন হোসেনকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।