ঝিকরগাছা সংবাদদাতা
ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়ান বিএনপির দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষে গুরুতর আহত হয়েছেন আপন দুই ভাই।
আহতরা হলেন, বালিয়া গ্রামের ছেলে মো. আশা ও মো. মইদুল।
ঘটনাটি ঘেেট, শনিবার বিকেলে ঝিকরগাছা উপজেলার ছুটিপুর জামতলা মোড়ে।
স্থানীয়রা জানান, মো. আশা এবং তার ভাই মইদুল প্রথমে ছুটিপুর বাজার কমিটির সভাপতি আহম্মদ আলীর দোকানে হামলা করতে যায়। সেখানে অস্ত্রের মহড়া প্রদর্শন করে স্থান ত্যাগ করে।
ঘন্টাখানেক পর আশা ও মইদুল দুই ভাই তাদের জামতলা মোড় দলীয় অফিস থেকে নেতাকর্মীদের সাথে নিয়ে বের হন।
পথিমধ্যে সভাপতি আহম্মদ আলীর ছেলে বিপ্লব, কাগমারী গ্রামের রমজানের ছেলে নশু ও লুৎফর খাঁর ছেলে মোহর তাদের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আর্তকিত হামলা করে তাদেরকে গুরুতর জখম করে। জামতলা মোড়ে মেসার্স ওলিয়ার ট্রেডার্স দোকানের সামনে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন বিএনপি নেতা বলেন গঙ্গানন্দপুর ইউনিয়ান বিএনপির এই দুটি গ্রুপকে নিয়ন্ত্রন করেন উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মোমিনুর রহমান। তার উস্কানিতে এসব কর্মকান্ড এলাকায় ভেদাভেদ সৃষ্টি করছে।
উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মো. আজিজ জানান, আমরা এলাকায় কোন বিশৃংখলা দেখতে চাইনা, যারা এসব করছে তারা দলের ভালো চাইনা। তাদের দল থেকে বহিস্কার করা জরুরি।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান বলেন, ঘটনাস্থলে অবস্থান করছি পরিস্থিতি নিয়ন্ত্রণে। আহত দুইজনের মধ্যে গুরুতর জখম আশার অবস্থা আশংকাজনক তাকে ঢাকায় নিয়ে যাচ্ছে বলে জেনেছি।