নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা
যশোরের ঝিকরগাছায় বীরমুক্তিযোদ্ধা আকবার আলী মেধা বৃত্তি প্রাপ্তদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ (বৃহস্পতিবার) উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ অনুষ্ঠান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সেহেলী ফেরদৌস। বিশেষ অতিথি ছিলেন, সহকারী শিক্ষা কর্মকর্তা রেহানা বানু, উপজেলা সহকারী ইন্সেক্টর তারিকুল ইসলাম, যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধ আনিসুল কাদির ইলিয়াস, বীর মুক্তিযোদ্ধা দিনেশ চন্দ্র মিস্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আমির আলী ও জাতীয় যুব পুরষ্কার প্রাপ্ত মেঘনা ইমদাদ।
অভিযান হাতের লেখা প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মোরাদ হোসেন, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী রায়হানুল ইসলাম রাকিন ও রেহনুমা হাসান অরিন। শুভেচ্ছা বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আকবার আলী মেধাবৃত্তির পরিচালক কেএম আশরাফুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা আকবার আলীর ছেলে আনিসুজ্জামান সবুজ। পরিচালনা করে শিক্ষার্থী নাফিসা বিনতে হাসান ও দিল মেহেরুন হৃদি।
অনুষ্ঠানে উপজেলার ৬০টি প্রাথমিক বিদ্যালয়ের ৮ জন ট্যানেলপুলে ও ২৩ জন সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তদেরকে সম্মাননা স্মারক, সনদ ও নগত অর্থ প্রদান করা হয়। উল্লেখ্য, ২০১৯ সাল থেকে এ মেধাবৃত্তি প্রদান করা হয়।

Share.
Exit mobile version