ঝিকরগাছা সংবাদদাতা
ফিলিস্তিনিদের উপর নৃশংসভাবে ইসরাইলী হামলার প্রতিবাদে ঝিকরগাছা ইমাম পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ঝিকরগাছা সড়ক সেতুর ছয় তলা ভবন মোড়ে বুধবার বিকেলে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা ইমাম পরিষদের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল্লাহ।
বক্তব্য রাখেন ইমাম পরিষদের সাধারণ সম্পাদক ও ঝিকরগাছা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি মাওলানা আকবর হোসাইন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাওলানা আব্দুল আলিম, ইমাম পরিষদের নেতা হাফেজ মাওলানা মুশফিক, হাফেজ মাওলানা ইব্রাহিম খলিল প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, ইজরাইলী পণ্য বন্ধ করতে হবে, দোকান লুট করা যাবে না।
জাতিসংঘকে অবিলম্বে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে ইসরাইলের নাম ঘোষণা করতে হবে।