ঝিকরগাছা সংবাদদাতা
যশোরের ঝিকরগাছা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১৮দফা বাস্তবায়নের দাবিতে ‘গণতন্ত্র অভিযাত্রা ও বিক্ষোভ সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তারা জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার, আহতদের চিকিৎসা, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, দ্রুত সময়ে জাতীয় সংসদ নির্বাচন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বর্ধিত ভ্যাট-ট্যাক্স প্রত্যাহার, জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, চাঁদাবাজি, দখলদারিত্ব, দুর্নীতি, হামলা বন্ধসহ ১৮দফা দাবি তুলে ধরেন।

সোমবার বিকেলে সিপিবির ঝিকরগাছা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত এ গণতন্ত্র অভিযাত্রা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা শাখার সভাপতি আব্দুর রহিম।

প্রধান বক্তা ছিলেন, সংগঠনের যশোর জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক অ্যাড. আমিনুর রহমান হিরু, বিশেষ বক্তা ছিলেন, কেন্দ্রীয় মৎস্যজীবী আন্দোলনের সদস্য সচিব সুজন বিপ্লব। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, সংগঠনের জেলা শাখার কৃষক নেতা প্রকৌশলী আবু হাসান, আব্দুর রশিদ, ইব্রাহিম খলিল, জসিম উদ্দিন প্রমুখ।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version