বাংলার ভোর প্রতিবেদক
যশোর ঝিকরগাছা কামারপাড়ায় আরআরএফের উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্প ও বিনামূল্যে চোখের ছানি অপারেশন এবং চশমা প্রদান করা হয়।
বৃহস্পতিবার দিনব্যাপি শিমুলিয়া কামারপাড়া বর্ণমালা বিদ্যাপীঠ স্কুলে চক্ষু চিকিৎসা ক্যাম্প ও বিনামূল্যে চোখের ছানি অপারেশন এবং চশমা প্রদান উদ্বোধনী অনুষ্ঠানে আরআরএফের পরিচালক (অর্থ ও হিসাব) সঞ্জয় সাহার সভাপতিত্বে বক্তৃতা করেন আদ-দ্বীন চক্ষু হাসপাতালের এজিএম রবিউল হক, ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডের ব্রাঞ্চ ম্যানেজার বিশ্বনাথ মন্ডল, হেড অফ এসএমই সুদীপ সাহা, ক্লাস্টার হেড ইন্দ্রজিৎ দেব, হেড অফ বিজনেস ইনটেলিজেন্স জেমস অনিক পান্ডে। চিকিৎসা প্রদান করেন আদ-দ্বীন চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার প্রশান্ত কুমার পোদ্দার, মেডিক্যাল অ্যাসিস্ট্যন্ট আকাশ মন্ডল, সাজিদ হাসান ইমন, মনজুরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন আরআরএফের উপপরিচালক মকবুল আহম্মেদ। চক্ষু চিকিৎসা ক্যাম্পে ৫০০শ’ রোগীকে চিকিৎসা প্রদান করা হয়। ৩০০শ’ জনকে চশমা প্রদান করা হয়। ৬০ জনকে বিনামূল্যে ছানি অপারেশন করা হয়। চিকিৎসা সহযোগিতা করে আদ-দ্বীন চক্ষু হাসপাতাল। আর্থিক সহযোগিতা করে ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড।

Share.
Exit mobile version