নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা
যশোরের ঝিকরগাছা মহিলা কলেজ পরিদর্শন করেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন। সারপ্রাইজ ভিজিটে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ-বিএসএস পরীক্ষা পরিদর্শনে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ঝিকরগাছা মহিলা কলেজে আগামী সেশনে মাস্টার্স বিভাগে ভর্তি হওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শুক্রবার সকালে ঝিকরগাছা মহিলা কলেজে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত বিএ-বিএসএস পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে পরীক্ষা ব্যবস্থা সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার কারণে ঝিকরগাছা মহিলা কলেজের অধ্যক্ষ ভারপ্রাপ্ত ইলিয়াস উদ্দীনকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় ভারপ্রাপ্ত অধ্যক্ষ, উপ উপাচার্যের কাছে ঝিকরগাছা মহিলা কলেজ টিউটোরিয়াল কেন্দ্রে মাস্টার্স বিভাগ খোলার দাবি রাখেন। তার আবেদনের প্রতি সম্মান দেখিয়ে উপ উপাচার্য ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন মাস্টার্স বিভাগ খোলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস প্রদান করেন। তাৎক্ষণিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে তার সাথে ছিলেন – বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক হাবিবুল্লাহ মাহমুদ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় যশোরের আঞ্চলিক পরিচালক সেখ সোহেল আহমেদ, উপ-পরিচালক আব্দুল হান্নান এবং সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক সোলায়মান হোসেন।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version