প্রতিনিধি
ঝিনাইদহ সদরের বাসুদেবপুর বাজারে আ.লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটছে। এ সময় ভাঙচুর করা হয় দুটি প্রাইভেটকার। আহত হয়েছেন উভয়পক্ষের কমপক্ষে চারজন। আহতদের মধ্যে নাসির মন্ডল নামের একজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।
সোমবার রাতে সদর উপজেলার বাসিদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ঝিনাইদহ সদরের বাসুদেবপুর বাজারে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ভাঙচুর করা হয় দুটি প্রাইভেটকার। আহত হয়েছে উভয়পক্ষের অন্তত চারজন। হাসপাতালে ভর্তি আহত নাসির মন্ডল নৌকা প্রতীকের সমর্থক।
স্থানীয়রা জানায়, সন্ধ্যার পরে ঝিনাইদহ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মন্ডলের সমর্থক সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরণ বাসুদেবপুর বাজারে গাড়ি থেকে নেমে কিছু দূর এগোলে কে বা কারা ইট মেরে তার গাড়ি ভাঙচুর করে। এরই জেরে নৌকা প্রতীকের প্রার্থী তাহজীব আলম সিদ্দিকীর সমর্থক ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। সে সময় ভাঙচুর করা হয় আরও একটি প্রাইভেটকার, আহত হয় চারজন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ওসি শাহীন উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমান সেখান অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শিরোনাম:
- হৃদয়ছোঁয়া ভালবাসায় যশোরে ৫ রত্নগর্ভাকে সম্মাননা
- যশোর জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ সভা অনুষ্ঠিত
- যশোরে জামায়াত ইসলামীর আনন্দ মিছিল ও সমাবেশ
- শব্দ থিয়েটারের নাটক ‘এ গ্রেট স্মাগলার’র মহরত অনুষ্ঠিত
- শার্শায় সিমেন্ট বোঝাই ট্রাকে ট্রেনের ধাক্কা : আহত ২
- যশোরে নিরাপদ বাড়ি নির্মাণ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
- আ’লীগের রাজনীতিক কার্যক্রম নিষিদ্ধকরণে যশোরে জামায়াতের সমাবেশ ও আনন্দ মিছিল
- বাজার দখলকে কেন্দ্র করে যশোরের ঝিকরগাছায় বিএনপির দু’পক্ষের সংঘর্ষে একজনকে কুপিয়ে হত্যা : আটক ৬