ঝিনাইদহ প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সহিংসতায় ঝিনাইদহে আওয়ামী লীগের কর্মী বরুন কুমার ঘোষ হত্যা মামলার সাতজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে ঝিনাইদহ শহরের হামদহ ও ব্যাপারী পাড়াসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আটকদের আদালতে পাঠালে আদালত ৬ আসামির রিমান্ড মঞ্জুর করেন। এদের মধ্যে কার্তিক, কল্লোল, সবুজ, মুন্না, তরুণ ও আয়ুব হোসেন।
আটক সাতজন হলেন ঝিনাইদহ শহরের ব্যাপারী পাড়ার মুন্না ও তরুণ ওরফে হাতকাটা তরুণ, হামদহ ঘোষপাড়া এলাকার কার্তিক ঘোষ ও তার ছেলে কল্লোল ঘোষ, কামাড়কুণ্ডু এলাকার সবুজ হোসেন, হামদহ এলাকার আইয়ুব আলী, ইসলাম পাড়ার নয়ন মিয়া।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আবিদুর রহমান বলেন, আওয়ামী লীগের কর্মী বরুন ঘোষ হত্যা মামলার এজাহার নামীয় সাতজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
গত মঙ্গলবার সন্ধ্যায় বরুন কুমার ঘোষ ঝিনাইদহ শহরের ঘোষপাড়া ব্রিজ মোড় এলাকার একটি দোকানে বসে থাকা অবস্থায় দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বুধবার রাতে নিহতের স্ত্রী বাদী হয়ে নয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৯ থেকে ১০ জনকে আসামি করে সদর থানায় হত্যা মামলা করেন।
নিহত বরুন কুমার ঘোষ শহরের ঘোষপাড়া এলাকার বাসিন্দা এবং জেলা পূজা উদ্যাপন পরিষদের সদস্য। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-২ (সদর ও হরিণাকুণ্ডু) আসনের নৌকা প্রতীকের পরাজিত প্রার্থী তাহজীব আলম সিদ্দিকীর সমর্থক ছিলেন তিনি।
শিরোনাম:
- চারুতীর্থের তিন দিনব্যাপি চিত্র প্রদর্শনী উদ্বোধন
- যশোর সদরে এলডিপি’র প্রার্থী খালেকুজ্জামান রিপন
- ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির সাথে আলী আসগার লবীর মতবিনিময়
- শালিখায় রবিউল ইসলাম নয়নের গণমিছিল
- ঝিকরগাছা মহিলা কলেজে স্তন ক্যান্সার সচেতনতায় আলোচনা
- আইনজীবী সমিতির নির্বাচন-২০২৬
- সংকীর্ণ সড়কে অনিয়ন্ত্রিত যান : নড়াইল-যশোর রুটে বাড়ছে মৃত্যুর মিছিল
- আগামীকাল শুরু হচ্ছে ভবদহ অঞ্চলের পাঁচ নদী পুনঃখনন কাজ, জলাবদ্ধতা অবসানের সম্ভাবনা
