ঝিনাইদহ সংবাদদাতা
ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহের উদ্যোগে ‘দারিদ্র্য বিমোচনে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রথীন্দ্রনাথ রায়।
এ ছাড়াও জেলার ৬ উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এবং ঝিনাইদহ জেলার বিভিন্ন স্তরের যাকাতদাতাগণ উপস্থিত ছিলেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ কার্যালয়ের উপপরিচালক আব্দুল হামিদ খান।
সেমিনারে অংশগ্রহণকারী বক্তাগণ দারিদ্র বিমোচন দূরীকরণের জন্য যাকাতদাতাদের যাকাতের একটি অংশ ‘সরকারি যাকাত ফান্ড’ শিরোনামে সোনালী ব্যাংক লিমিটেড হিসাবে সরাসরি জমা অথবা জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ে রশিদের মাধ্যমে যাকাত প্রদানের জন্য অনুরোধ জানান।
শিরোনাম:
- সবজির স্থিতিশীলতার সুযোগে তেলের বাজার চড়া
- যশোর জেলা মুদ্রণ শিল্প মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত
- যশোরে লালন সাঁইয়ের তিরোধান দিবস পালন
- অযৌক্তিক পৌরকর বাতিলের দাবিতে কঠোর কর্মসূচি
- চৌগাছায় সাংবাদিককে বিএনপি নেতার হুমকি : থানায় জিডি
- ডিহিতে বিএনপির কর্মী সম্মেলন ও আলোচনা সভা
- বেনাপোল স্থলবন্দর : দুই প্লাটুন কমান্ডার প্রত্যাহার, ম্যাজিস্ট্রেট নিয়োগ
- শিবসার চরে দু’দিনে ২ মৃতদেহ উদ্ধার