ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদি মহুলের পক্ষে প্রচারণা চালানোর কারণে নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান সংসদ সদস্য তাহজিব আলম সিদ্দিকী সমির সমর্থক ৭ ব্যক্তির নামে ঝিনাইদহ থানায় মামলা দায়ের করেছেন মনিরুল ইসলাম নামে এক ব্যক্তি। তিনি সদর উপজেলার ঝিনুক আবাসিক প্রকল্পের আমির হোসেনের ছেলে।
গত ২ জানুয়ারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত অভিযোগে মনিরুল ইসলাম জানান, তিনি ঈগল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদি মহুলের পক্ষে প্রচারণা চালানোর কারণে নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান সংসদ সদস্য তাহজিব আলম সিদ্দিকী সমির সমর্থক রুহুল আমিন, সাইফুল ইসলাম, মুক্তার আলী, মুলাম মন্ডল, রানা, রিংকু ও আকাশ তাকে নানারকম ভয়ভীতি দেখায়। তারা গত ২ জানুয়ারি মোটরবাইক, নসিমন ও অন্যান্য বাহনে চড়ে আবাসন এলাকায় ঢুকে তাকে মারপিট করলে তার সঙ্গীরা ভয়ে পালিয়ে গেলেও তিনি রক্ষা পায়নি। তিনি ওইসময় চায়ের স্টলে বসে ছিলেন। আক্রমনকারিরা তাকে ঝিনাইদহ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদি মহুলের পক্ষে প্রচারণা না চালানোর জন্য শাসিয়ে দেয়। আবাসনের বাসিন্দারা তাকে রক্ষা করতে গেলে তারা চায়ের স্টল ভেঙে গুড়িয়ে দেয় বলে অভিযোগ করা হয়েছে।
তাছাড়া, তারা ভোটকেন্দ্রে গেলে তাদের হাত-পা ভেঙে গুড়িয়ে দেবে বলেও হুমকি দেয়। নিরাপত্তার জন্য তিনি থানায় একটি মামলা (নম্বর- ৫৩, তারিখ- ২ জানুয়ারি ২০২৪) দায়ের করেন। এ ঘটনায় এলাকায় ভোটার ও সাধারণ মানুষের মনে ভয়ের সৃষ্টি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।
এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন উদ্দিন নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান সংসদ সদস্য তাহজিব আলম সিদ্দিকী সমির সমর্থক সাত ব্যক্তির নামে ঝিনাইদহ থানায় মামলা দায়েরের কথা নিশ্চিত করেন।
শিরোনাম:
- সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচা’র র্যালি সমাবেশ
- কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ
- পাইকগাছায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
- ইসলামী ব্যাংকের এটিএম বুথ প্রত্যাহার : ব্যবসায়ীদের মানববন্ধন
- মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র্যালি ও আলোচনা সভা
- বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
- শার্শার ডিহিতে বিএনপির কর্মী সম্মেলন ও আলোচনা সভা
- প্রতিষ্ঠাবার্ষিকী পালনে বেনাপোলে যুবদলের প্রস্তুতি সভা