বিবি প্রতিবেদক
টাকা, স্বর্ণালংকার ও ল্যাপটপসহ ১১ লাখ ৬৫ হাজার টাকার মালামাল চুরি করে প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার ঘটনায় মেয়েসহ দুই জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। গতকাল যশোর শহরের বারান্দী মোল্যাপাড়ার ভাড়া বাড়ির বাসিন্দা মেয়ের মা শাহানারা বেগম বাদী হয়ে এই মামলা করেন। বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ মামলাটি তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশকে আদেশ দিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী কামরুল হাসান ফারুক।
আসামিরা হলো, যশোর শহরের বারান্দী মোল্যাপাড়ার ভাড়া বাড়ির বাসিন্দা নুরহাজাহান ইসলাম মুনিরা ও সদর উপজেলার নতুনহাট বড় মেঘলা গ্রামের শাহরিয়ার।
মামলায় উল্লেখ করা হয়েছে, আসামি শাহরিয়ারের সাথে লেখাপড়ার সুবাদে মুনিরার পরিচয় এবং প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর শাহরিয়া বিয়ের জন্য প্রস্তাব দেয় মুনিরার পরিবারের কাছে। এ প্রস্তাব প্রত্যাখ্যান করেন মুনিরার পিতা। গত ২৯ ডিসেম্বর বিকেলে শাহানারা বেগম বাসায় ফিরে মুনিরাকে পাননি। মুনিরার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। তিনি ঘরে গিয়ে দেখেন আলমারিতে রাখা ২ লাখ টাকা, ৯ ভরি স্বর্ণালংকার ও একটি ল্যাপটপ চুরি করে নিয়ে গেছে মুনিরা। এরপর তিনি শাহরিয়ার গ্রামের বাড়ি গিয়ে তার খোঁজ জানতে চাইলে স্বজনরা গালিগালাজ করে তাড়িয়ে দেন। আসামি শাহরিয়ারের প্ররোচনায় মুনিরা টাকা, স্বর্ণালংকার ও ল্যাপটপ চুরি করেছে। এই ঘটনায় থানায় মামলা করতে গেলে কর্তৃপক্ষ গ্রহণ না করায় তিনি আদালতে এই মামলা করেন।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version