বিবি প্রতিবেদক
যশোরে সামিয়া মেহজাবিন রংতুলি ও কবুরা মেহজাবিন টিউলিপ নামের দুই বোন স্বপ্নচারী সমাজ কল্যাণ সংস্থা যশোরের মেধাবৃত্তি-২০২৩ এ ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। বাবা সিনিয়র সাংবাদিক আব্দুল ওয়াহাব মুকুল ও মাতা সাবিনা ইয়াসমিনের কন্যা তারা। রংতুলি যশোর শিক্ষাবোর্ড মডেল স্কুল এন্ড কলেজের পঞ্চম শ্রেণির ছাত্রী ও টিউলিপ অক্সফোর্ড স্টেট ইংলিশ মিডিয়াম স্কুলের (গ্রেট টু) এর ছাত্রী। এ সফলতার পিছনে তার শিক্ষকমন্ডলী ও বাবা-মায়ের অনুপ্রেরণা ছিল। তারা উঁচুমানের শিক্ষা গ্রহণের মাধ্যমে মানব কল্যাণে আত্মনিয়োগ করতে চায়। সন্তানের জন্য তাদের পিতা মাতা সবার কাছে দোয়া কামনা করেছেন।

Share.
Exit mobile version