বাংলার ভোর প্রতিবেদক
ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাস) হিসেবে স্বীকৃতি দেয়ার দাবিতে দেশব্যাপি আন্দোলনে নেমেছেন সরকারি ও বেসরকারি নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীরা।
৭ মে এ বিষয়ে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হলেও এখন পর্যন্ত কোনো লিখিত সিদ্ধান্ত প্রকাশিত হয়নি। শিক্ষার্থীরা একে “রাষ্ট্রীয় উদাসীনতা ও পেশাগত অবমূল্যায়ন” হিসেবে অভিহিত করেছেন।
এর প্রেক্ষিতে ১২ মে আন্তর্জাতিক নার্সেস দিবসকে “প্রতিবাদী দিবস” হিসেবে পালনের ঘোষণা দেওয়া হয়।
ওইদিন দেশের বিভিন্ন নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানে ‘প্রতীকী নাটক ও বিক্ষোভ সমাবেশ’ অনুষ্ঠিত হবে।
আয়োজকদের মতে, এর মাধ্যমে শিক্ষাগত বৈষম্য ও পেশাগত নিপীড়নের চিত্র তুলে ধরা হবে।