বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে চাঁদাবাজির অপরাধে নারী ইউপি সদস্যের স্বামীসহ দুজনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। শনিবার রাতে সদর উপজেলার শুকদারা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- বাগেরহাট সদর উপজেলার ভট্টবালিয়াঘাটা এলাকার আজমল হোসেন (৪৪) ও খুলনার বটিয়াঘাটা এলাকার আরাফাত শেখ (৩০)। আজমল হোসেন সদর উপজেলার খানপুর ইউনিয়নের সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডের নারী ইউপি সদস্যের স্বামী।
পুলিশ জানায়, শনিবার বিকেলে সিয়াম ও সালমান নামের দুই ভ্যানচালক গ্রাম থেকে ভাঙ্গারি ক্রয় করে শুকদারা যাচ্ছিলেন। ভট্টবালিয়াঘাটা ব্রিজের কাছে পৌঁছালে আজমল হোসেন ও আরাফাত গোয়েন্দা পুলিশ পরিচয়ে ভ্যানের গতিরোধ করে এবং বলে তোদের কাছে চোরাই মাল রয়েছে। পরে ভ্যানচালকদের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন।
একপর্যায়ে তাদের আটকে রেখে ভ্যানে থাকা মালামাল শুকদারা বাজারে বিক্রি করতে যান। সন্দেহ হলে শুকদারা বাজারের ব্যবসায়ীরা আজমল ও আরাফাতকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের সময় আরাফাত দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন স্থানীয়রা তাদের আটক করে পুলিশকে খবর দেন। এ ঘটনায় ভ্যানচালক সালমানের ভাই হেলাল থানায় মামলা করেন।
বাগেরহাট মডেল থানার পরিদর্শক (তদন্ত) নিশি কান্ত সরকার বলেন, গোয়েন্দা পুলিশ পরিচয়ে ভ্যানচালকদের আটকে মালামাল বিক্রির সময় দু’জনকে স্থানীয় ব্যবসায়ীরা আটক করে পুলিশকে খবর দেন। পরে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা আগেও বিভিন্ন অপরাধ করেছেন বলে জানান নিশি কান্ত সরকার।
শিরোনাম:
- নিষেধাজ্ঞা শেষে ইলিশ শিকারে শরণখোলার জেলেরা
- মাগুরায় উন্নয়ন কর্মকাণ্ড বিষয়ক মতবিনিময়
- সাতক্ষীরায় পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ
- চৌগাছায় স্বেচ্ছাশ্রমে আড়াই কিলোমিটার রাস্তা সংস্কার করলেন জামায়াতের কর্মীরা
- ৫ম বর্ষে বেনাপোল বন্ধন ব্লাড ফাউন্ডেশন : নানা আয়োজনে উদযাপন
- যশোরে বিটিএইচ স্পেলিং বি ঘিরে উৎসবের আবহ
- ঝিকরগাছায় ভ্যানচালক মাসুদ খুন আটক মামুনের স্বীকারোক্তি
- বাঘারপাড়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে দর্শকের উপচেপড়া ভিড়

