নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া
ডুমুরিয়ায় ইজাজ মোড়ল (২৫) নামে এক ছাত্রদল নেতা আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। থানা পুলিশ শুক্রবার সন্ধ্যায় তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। নিহত ইজাজ মোড়ল গুটুদিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং কোমলপুর গ্রামের আব্দুর রাজ্জাক মোড়লের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বেশ কয়েক দিন ধরে ইজাজ মোড়ল মোটর-বাইক কেনার জন্য বাড়িতে টাকার কথা বলতেন। তার অভিভাবক বাইক কিনতে রাজি ছিলেন না। মূলত এই নিয়েই তার যত ক্ষোভ। যা নিয়ে তিনি সপ্তাহ খানেক আগে করেন বিষপান, তখন তিনি প্রাণে বেঁচে যান। এরই মধ্যে তিনি শুক্রবার বিকেলে ঘরের ভিতরে গলায় ফাঁস দেন।

এ প্রসঙ্গে স্থানীয় ইউপি সদস্য ইজ্জত আলী মোড়ল জানান, ছেলেটি ছোট্ট বেলায় দুর্ঘটনার শিকার হয়ে একরোখা প্রকৃতির হয়ে যায়। যখন যা আবদার করবে তখন তাই পূরণ করতে হবে। এরই মধ্যে মোটর বাইক কেনার জন্য উন্মদ হয়ে যায়।

কিনতে দেরি হয়েছে, আর নিজেকে সামলাতে পারেনি। প্রথমে বিষপান ও পরে গলায় ফাঁস দিয়ে ছেলেটি অবশেষে না ফেরার দেশেই চলে গেল। ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, ঝুলন্ত ইজাজ মোড়লের মরদেহ উদ্ধার এবং সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Share.
Exit mobile version