সুমন ব্রহ্ম, নিজস্ব প্রতিবেদক
ডুমুুরিয়া উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে বিএনপি-জামায়তের ভোটাররা পড়েছেন দো-টানায়। এক দিকে কেন্দ্রীয় কমিটির ভোট বর্জনের নির্দেশনা, অন্যদিকে বিএনপির স্থানীয় ভাবে নির্বৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃাচনে অংশগ্রহণ। এখন কোনদিকে যাবেন এই নিয়ে চলছে যত ভাবনা চিন্তা।
জানা গেছে, আগামীকাল রোববার অনুষ্ঠিত হবে ডুমুুরিয়া উপজেলা পরিষদ নির্বাচন। এতে চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মনিমুর রহমান নয়ন। তিনি বিএনপি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ব্যক্তি অপেক্ষা তার আরও বড় পরিচয় হল তিনি উপজেলা বিএনপির আহবায়ক মোল্ল্যা মোশাররফ হোসেন মফিজের ভাইপো। এছাড়াও তার বাবা মোল্ল্যা আবুল কাশেমসহ চাচারাও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতা। প্রতীক বরাদ্দের পরেই তার গ্রহণযোগ্যতা বাড়তে থাকে। বিশেষ করে নিজ দল বিএনপিসহ জামায়তে ইসলামীর নেতাকর্মীরাও ঐক্যবন্ধ হয়ে রয়েছেন প্রচারণার মাঠে।
ভোটে তার অবস্থান যথেষ্ট ভালো। যদিও বিএনপির একটি অংশ কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনের বিপক্ষে ছিল সেটার সংখ্যা খুবই কম। কিন্তু এরই মধ্যে খুলনা বিভাগীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েতের নেতৃত্বে উপজেলার চুকনগর বাজারসহ বিভিন্ন হাটে বাজারে ভোট বর্জনের লিফলেট বিতরণ করা হয় এবং তা অব্যাহত রয়েছে। একই সাথে দলীয় নেতাকর্মীসহ কোন সমর্থক বা সাধারণ জনগণ যাতে ভোট কেন্দ্রে না যায় সেজন্য নানা কর্যক্রম সম্পর্কে জানান তিনি। কার্যক্রমের মধ্যে উল্লেখযোগ্য হল সকল কেন্দ্রে বা রাস্তায় রাস্তায় ভিডিও ধারণ করা।
তাতে দলীয় নেতা কর্মীদের দেখা গেলে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও ভোট বর্জনে তাদের নানা কর্মসূচি। এতদিনে যদিও ভোটার উপস্থিতির সম্ভাবনা বেশি ছিল। কিন্তু জেলা যুবদলের নেতৃত্বে ভোট বর্জনের লিফলেট বিতরণের পর থেকে পালটে যেতে শুরু করেছে পরিস্থিতি। এখন বর্তমান পরিস্থিতিতে ভোট কেন্দ্রে বিএনপি সমমনা দলগুলোর নেতাকর্মীরা উপস্থিত না হওয়ার সম্ভাবনা বেশি বলে জানিয়েছে একটি সূত্র। কথা বললে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আমিনুর রহমান মোড়ল বলেন কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করছে না।
এখন যদিও কেউ নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। ইতিমধ্যে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছে তাদের বিরুদ্ধে দল সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে। আমি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলবো কেন্দ্রের সিদ্ধান্ত যেহেতু দল নির্বাচনে যাচ্ছে না তাই আমরা এই সরকারের অধীনে কোন নির্বাচনে অংশগ্রহণ করবো না।
ফলে একদিকে দলীয় নির্দেশনা, অন্যদিকে প্রার্থী মনিমুর রহমান নয়নের আনারস প্রতীক। ভোটে অংশ নিলে হতে পারে সাংগঠনিক ব্যবস্থা। এই নিয়েই চলছে উপজেলা বিএনপির কর্মী-সমর্থকদের আলোচনা সমালোচনা।