নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া
খুলনার ডুমুরিয়ায় রেবেকা বেগম হত্যাকাণ্ডের এক মাস পরে আসামী প্রদ্যুৎ মন্ডল (৫৩) পুলিশের হাতে আটক হয়েছে। রোববার (২৭ জুন) রাতে খুলনা মহানগরীর গল্লামারি এলাকা থেকে তাকে আটক করা হয়।


জানা গেছে, উপজেলার গুটুদিয়া কোমলপুর গ্রামের অসহায় দিনমজুর রেবেকা বেগম ২১ জুন সন্ধ্যায় বাড়ি থেকে বের হন। পরদিন পাশের বান্দা লোহাইডাঙ্গা বিলের একটি মাছের ঘেরের ভেঁড়ির ওপর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর নিহতের বোন বাদী হয়ে ২৩ জুন ডুমুরিয়া থানায় মামলা করেন যার নং-১৬। ওই মামলার পুলিশি তদন্তে উঠে আসে ঘের ব্যবসায়ী প্রদ্যুৎ মন্ডলের নাম। এরপরেই শুরু হয় গ্রেফতার অভিযান। দীর্ঘ ১ মাস ৫ দিন পরে গ্রেফতার হন আসামি প্রদ্যুৎ মন্ডল। ডুমুরিয়া থানা পুলিশ ও র‌্যাব-৬ যৌথ অভিযান চালিয়ে খুলনার গল্লামারি এলাকা হতে তাকে আটক করে।


বিষয়টি নিশ্চিত করে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা জানান, নিহত রেবেকা বেগম ছিলেন একজন অসহায় মহিলা। বিভিন্ন ক্ষেতে খামার ও মাছের ঘেরে কামলার কাজ করে জীবন চালাতেন। জুন মাসের ২২ তারিখে তার মরদেহ উদ্ধার করা হয়েছিল। যা নিয়ে থানায় মামলা রুজু হয় এবং ওই মামলার আসামি প্রদ্যুৎ মন্ডলকে আটক করা হয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে অনেক তথ্য পাওয়া গেছে।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version